সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মহাখালী ও ঢাকার বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ

আপডেটঃ ২:৩৬ অপরাহ্ণ | নভেম্বর ২১, ২০২৪

রিকশাচালকদের অবরোধ

নিউজ ডেস্কঃ

মহাখালী ও ঢাকার বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ

ঢাকার মহাখালী রেলগেট, আগারগাঁও এবং বসিলাসহ বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকেরা আজ বৃহস্পতিবার সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। সড়কে রিকশা চালানোর দাবি জানিয়ে তাঁরা এই বিক্ষোভ করছেন।

আজ সকাল নয়টা থেকে মহাখালী, আগারগাঁও এবং বসিলার আশপাশের এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুপুর ১২টার দিকে বসিলার চৌরাস্তা থেকে বিক্ষোভকারীরা সরে গেলেও অন্যান্য স্থানে অবরোধ চলমান রয়েছে।

বিক্ষোভের কারণ

গত মঙ্গলবার হাইকোর্টের এক আদেশে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশার চলাচলে তিন দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়। এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আফসানা করিম নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশ দেন।

বিক্ষোভের প্রভাব

ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, বিক্ষোভকারীরা রেললাইনে রিকশা রেখে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। সড়কেও অবরোধের কারণে মহাখালী, আগারগাঁও, এবং বসিলার আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম জানান, আগারগাঁওয়ের চার রাস্তার মোড়ে শত শত রিকশাচালক সড়কে অবস্থান নিয়ে মিছিল করছেন। একইভাবে বসিলার চৌরাস্তা এবং মহাখালীতে অবস্থানরত চালকদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ হলে তাঁদের জীবিকা হুমকির মুখে পড়বে। তাঁরা সড়কে রিকশা চালানোর অনুমতি চান এবং বিকল্প কোনো ব্যবস্থা ছাড়া এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।এই পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কাজ করছে, তবে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

IPCS News : Dhaka