মসজিদ গুলোতে এসির ব্যবহার বন্ধ রাখার আহ্বান
আপডেটঃ ৩:৪৫ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০২২
নিউজ ডেস্কঃ
ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডলারের রিজার্ভ নিরাপদ রাখতে।যার ফলে বাংলাদেশ ১০৮০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে পড়তে যাচ্ছে।বিদ্যতের এই ঘাটতি পোষাতে মসজিদ গুলোর এসি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন প্রধান-মন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
পাশাপাশি ৮টার পর দোকানপাট বন্ধ থাকবে।কেউ খোলা রাখলে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।মসজিদে এসি ব্যবহার বন্ধ থাকবে।এছাড়াও সরকারি অফিসের সময় কমানো ও সভা অন-লাইনে করা হবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্ম-কর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
প্রধান-মন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়সারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন প্রধান-মন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিবসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
বৈঠকে ড. তৌফিক ই ইলাহী বলেন, ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত রাখা হলো, ফলে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে।দিনে এক থেকে দেড় ঘণ্টা এবং কোথাও কোথাও দুই ঘণ্টা লোডশেডিং হতে পারে।এ ছাড়াও বৈঠকে অফিস আওয়ার এগিয়ে আনা, যান-বাহনে জ্বালানি সাশ্রয় করতে কর্ম-কর্তাদের গাড়ি ব্যবহার কমানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।
একাধিক কর্ম-কর্তার জন্য পৃথক গাড়ি ব্যবহার না করে কয়েকজন মিলে একটি গাড়ি ব্যবহার করা যায় কিনা তার সম্ভব্যতা যাচাই করার সিদ্ধান্ত হয়েছে।একান্ত অপরিহার্য না হলে সব বৈঠক ভার্চুয়াল করার নির্দেশ দেওয়া হয়েছে।বিপিসিকে মোট আমদানির ২০ শতাংশ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটি দীর্ঘ মেয়াদি নয়।
১৯ জুলাই মঙ্গলবার থেকে এসব সিদ্ধান্ত কার্যকর করব।প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, লোডশেডিংয়ের সময় আগে থেকে গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।আমাদের সাশ্রয়ী হতে হবে।
IPCS News : Dhaka :