মসজিদের মুয়াজ্জিনকে মনোহরদী থানার ওসি ফরিদ উদদীনের বাই সাইকেল উপহার।
আপডেটঃ ১২:১৯ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জিন মাওলানা সোহাগ মিয়াকে একটি বাইসাইকেল উপহার প্রদান করেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনাব মোঃ ফরিদ উদদীন।মুয়াজ্জিন সোহাগ মিয়ার যাতায়াতের সুবিধার জন্য গত সোমবার ২২শে আগস্ট ২০২৩ইং এই বাই সাইকেল টি উপহার হিসেবে প্রদান করেন।মাওলানা সোহাগ মিয়া কোনাপাড়া গ্রামের মোঃ মোতালেব মিয়ার ছেলে।তিনি মনোহরদী উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।প্রতিদিন সে ৪/৫ মাইল পায়ে হেটে এসে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতে হয়।উক্ত বিষয়টি জানতে পেড়ে মনোহরদী থানার ওসি মোঃ ফরিদ উদদীন মহোদয় তাকে একটি বাই সাইকেল উপহার প্রদান করেন।
ওসি ফরিদ উদদীন মহোদয়ের এমন মানবিক মহৎ উদ্দ্যোগ গ্রহন করায় মনোহরদী উপজেলা বাসী সু প্রসংশায় পঞ্চমুখ।এ ছাড়া ও তিনি মনোহরদী থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি,মনোহরদী উপজেলার অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।বর্তমানে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনেক টাই নিয়ন্ত্রণে রয়েছে।
মাদক,ইভটিজিং চাদাবাজী সহ অন্যন্য অপরাধ মুলক কর্ম কান্ড বর্তমানে অনেকটা ই শুণ্যের কোঠায় নেমে এসেছে।তাহার আচার ব্যবহারে উপজেলা বাসী মুগ্ধ।ওসি মোঃ ফরিদ উদদীন, বাংলাদেশ পুলিশ বাহিনির উজ্জ্বল নক্ষত্র কর্মবীর ন্যায় নিতীর পথপ্রদর্শক সফল পুলিশ অফিসার।
উক্ত বাই সাইকেল টি উপহার হিসেবে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে, ওসি মহোদয় জানান যে,গত শুক্রবার মডেল মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে মুয়াজ্জিন মাওলানা সোহাগ মিয়ার সাথে দেখা হয়, এবং তার সাথে আলাপ করে তার বিস্তারিত সমস্যার কথা তুলে দরেন।
সে বলেন প্রতিদিন দুর থেকে হেটে এসে আামাকে পাঁচ ওয়াক্ত নামাযের আাজান দিতে হয়।আমার কোন সমর্থ নাই যে একটা বাই সাইকেল ক্রয় করবো, কথা গুলো শুনে ওসি মহোদয় তাকে একটি বাই সাইকেল কিনে দেন।বাই সাইকেল টি পেয়ে মুয়াজ্জিন মাওলানা সোহাগ মিয়া খুবই আনন্দিত হয়,এবং সে ওসি মহোদয়ের প্রতি দোয়াও দীর্ঘায়ু কামনা করেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।