মরহুমা গুলনাহার মহসিনের মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত
আপডেটঃ ১১:৩০ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলা (অবসরপ্রাপ্ত) মহিলা বিষয়ক কর্মকর্তা ও দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদক মন্ডলের সভাপতি মরহুমা গুলনাহার মহসিনের প্রথম মৃত্য–বার্ষিকী উপলক্ষে ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার এক আবেগপূর্ণ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।স্মরণসভাটি দৈনিক উত্তরা অফিসে আয়োজিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গুলনাহার মহসিনের কর্মমুখর জীবন এবং তাঁর সমাজসেবামূলক অবদান নিয়ে গভীর আলোচনা হয়।বক্তারা বলেন, “গুলনাহার মহসিন ছিলেন একাধারে একজন সৎ সমাজসেবী ও মানবতার নিবেদিত প্রাণ।তাঁর অবদান আজও আমাদের মাঝে জীবিত।তাঁর সেবা ও আত্মত্যাগের কথা আমরা সবসময় স্মরণ রাখব।”
দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদক আহমেদ জাকি সুমন, বার্তা স¤পাদক মোঃ মিন্নাত উল্লাহ মিন্নাত, চিফ রিপোর্টার আব্দুস সালাম, স্টাফ রিপোর্টার মোঃ ফরিদ হোসেন, প্রশান্ত কুমার রায়, আসলাম আলী আঙ্গুর, মোঃ ইসমাইল হোসেন, মোহাম্মদ মনজুরুল হক, মোহাম্মদ আতিকুল ইসলাম, মামুনুর রশিদ লিটন, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ নুরুল হক, এম আর আলী টুটুল, মোঃ আব্দুল্লাহ হক, মোহাম্মদ কবিরুল ইসলামসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা আরও বলেন, “গুলনাহার মহসিনের মতো আত্মত্যাগী ব্যক্তিত্বকে কখনও ভুলে যাওয়া যাবে না।তাঁর জীবনের আদর্শ আমাদের জন্য চিরকাল পথপ্রদর্শক হয়ে থাকবে।”স্মরণসভা শেষে, মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে উপস্থিত সবাই একসঙ্গে তাঁর আত্মার শান্তি কামনায় প্রাথর্না করেন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।