সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মন্ত্রীর আশ্বাসে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেটঃ ২:৫৩ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- দীর্ঘ ৭ ঘণ্টা পর সারা দেশের সাথে রাজশাহীর  ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।বুধবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিল্কসিটি আন্তঃনগর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।এ যাত্রার মধ্য দিয়ে যাত্রীদের দীর্ঘ যাত্রা অপেক্ষার অবসান ঘটেছে।কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হলেও সকাল থেকে ট্রেন বন্ধ থাকার ফলে টিকিট বিক্রির প্রায় ১৫ লাখ টাকা ফেরত দিতে হয়েছে রাজশাহী রেলওয়ে বুকিং অফিসকে।

বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী স্টেশনের প্রধান বুকিং সহকারী আব্দুল মোমিন।স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, সকালে ৯টি ট্রেন রাজশাহী থেকে বিভিন্ন রুটে যাত্রা করার কথা ছিল।কিন্তু এসব ট্রেনের লোকোমাস্টাররা (ট্রেন চালকরা) আকস্মিকভাবেই কর্মবিরতি বা ধর্মঘটে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যার কারণে যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়।

এখন যেহুত ট্রেন যাত্রা শুরু হয়েছে ইচ্ছে করলে নতুন করে ট্রেনের টিকিট কেটে যাত্রীরা গন্তব্যে আবার যেতে পারবে।চরম দুর্ভোগে ট্রেন‌ যাত্রীরা:-রাজশাহী স্টেশনে ট্রেন বন্ধে চরম দুর্ভোগে যাত্রীরা।রেলওয়ের রানিং স্টাফদের পেনশনের সঙ্গে মাইলেজ সুবিধা প্রত্যাহার করে নেয়ার প্রতিবাদে বুধবার সকাল ছয়টা থেকে আকস্মিকভাবে কর্মবিরতি শুরু করায় সারা দেশের মত রাজশাহী থেকেও সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

এতে রাজশাহী স্টেশনে আটকা পড়ে সকল রুটের ট্রেন।সকালের বনলতা, সিল্কসিটি, সাগরদাঁড়িসহ কোন ট্রেন ছেড়ে যায়নি।পুর্বঘোষণা ছাড়াও ট্রেন চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।ট্রেন বন্ধের খবরে সকালে রাজশাহী স্টেশনে আসেন পশ্চিম রেলওয়ের কর্মকর্তারা।

রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান‌ বুকিংসহকারি আব্দুল মোমিন ও স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ওভারটাইমের ৭৫ শতাংশ টাকা অবসরের পর দেওয়া ছাড়াও পুর‌নো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা বহাল রাখার দা‌বি‌ আদায়ে চালকরা, ট্রেন চালানো বন্ধ করে দিয়েছেন।ফলে সকাল ছয়টা থেকে রাজশাহী থেকে ট্রেনে ছেড়ে যাচ্ছে না।

এছাড়া সারাদেশেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রেল কর্মচারীদের আন্দোলনের কারণে সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে আছে কয়েকটি ট্রেন।বিষয়টি জানতে না পেরে যারা স্টেশনে এসেছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন।হঠাৎ ট্রেন বন্ধের সিদ্ধান্তের কারণে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।আসাদ নামে এক যাত্রী বলেন, কালকে পহেলা বৈশাখ ভেবে বাড়ি যাওয়ার জন্য ভোরে স্টেশনে এসেছি।

এসে দেখি ট্রেন বন্ধ।এখন স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে যাব দুশ্চিন্তায় পড়েছি।আসাদের মতো সবাই ট্রেন বন্ধের সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।মাইলেজের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এর আগে অনির্দিষ্টকালের কর্মবিরতি আল্টিমেটাম দিয়ে আন্দোলন করে আসছিল রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।

এদিকে, রেল সূত্রে জানা গেছে, লোকো মাস্টার, গার্ড, টিটিইসহ যারা ট্রেনে দায়িত্ব পালন করেন তাদের মাইলেজের অর্থের দাবি ছিল।কয়েক দফায় আন্দোলন ও স্মারকলিপির দাবিতে তা মেনেও নেয় সরকার।কিন্তু তাদের দাবি চাকরি থেকে অবসরের পরও এই মাইলেজের অর্থ প্রদান করতে হবে।এতে সম্মত হয়নি অর্থ মন্ত্রণালয়।

আর তাতেই নারাজ ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।যার কারণে আজ সকাল থেকেই হঠাৎ কর্মবিরতির ঘোষণা দেন তারা।এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা।এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, যেহুত ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।এতে করে যাত্রীদের দূর্ভোগের অবসান হয়েছে।

এখন আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করা হবে।উল্লেখ্য, পূর্ব নির্ধারিত মাইলেজ বা বেতন-ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় এরা এর আগে কোনো ঘোষণা ছাড়াই রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।এতে চরম দুর্ভোগে পড়েতে হয় সাধারণ যাত্রীরা।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।