সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদী তে, ১৯৮১ইং ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত,

আপডেটঃ ৫:২৫ অপরাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০২২

নিউজ ডেস্কঃ-

নরসিংদী:- ৩০শে ডিসেম্বর ২০২২ইং নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ধীন সাগরদী বাজার সংলগ্ন ঐতিহাসিক, এল,কে,ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সকল, শিক্ষক, ছাত্রদের, সমন্বয়ে নান্দনিক পরিবেশে, জম কালো বর্নাঢ্য আয়োজনে সারাদিন ব্যাপী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এল কে ইউনিয়ন উচ্চ বিদ্যলয় হল রুমে ১৯৮১ইং এস,এস, সি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হল।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১৯৮১ ব্যাচের গর্ব, আলোকিত রত্ন, ন্যায় নিতির পথ প্রদর্শক, আদর্শ বান, জনাব ফরিদ আহমেদ (সচিব, প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রণালয়), ডাঃ মানস রঞ্জন চক্রবর্তী (তরুণ) সভাপতি, এল, কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ) ডক্টর শ্রীকান্ত কুমার চন্দ (যুগ্ম, সচিব, শিক্ষা মন্ত্রণালয় ঢাকা), ইঞ্জিনিয়ার মোঃ হাদিউল ইসলাম, কবিও সাহিত্যিক, অজিত বণিক (ব্যবস্থাপনা পরিচালক সিনটারা সিকিউরিটিজ লিমিটেড ঢাকা)।

আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোহাম্মদ মতলব হোসেন (কাচকুড়া বিশ্ববিদ্যালয় উত্তরা ঢাকা), মোঃ সফিকুল ইসলাম  (সাবেক, কর্ম কর্তা বাংলাদেশ বিমান বাহিনী), সুপ্রজিত দাস (সহঃ শিক্ষক মানিক নগর উচ্চ বিদ্যালয়), মোঃ আকরাম হোসেন বকুল (খিদির পুর কলেজ লাইব্রেরিয়ান), অমল চক্রবর্তী (বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা), অধ্যক্ষ সোলাইমান হোসেন মুকুল।

উপস্থিত ছিলেন, মোঃ তাজুল ইসলাম বাদল (সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব মনোহরদী শাখা) দুলাল বনিক (ব্যাংক কর্মকর্তা), অধ্যাপক শীরিন সুলতানা, মোঃ নাসীর সহঃ শিক্ষক, রোকেয়া পারভীন, সালেহা, আফরোজা, ফেরদৌসী বেগম, রোকেয়া, চানু, রুচী, আঃ আউয়াল, আরব আলী, রায়হান, দুলাল, সাহাব উদদীন, মুজিবুর, সোলাই মান, জয়নাল।

উক্ত অনুষ্ঠানে, তৎকালীন সময়ের শিক্ষকতায় যারা নিয়োজিত ছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রদ্ধেয়, বাবু প্রাণ বন্ধু বণিক, জনাব আফতাব উদদীন (সহঃ শিক্ষক), জনাব, মোঃ জালাল উদ্দীন (সহঃ শিক্ষক) সহ আরও অনেকে।

অনুষ্ঠানে টি সকাল ৯ ঘটিকা হতে শুরু হয়ে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে, মনোজ্ঞ রেফেল ড্র, মেয়েদের চেয়ার সিটিং,ও ছেলেদের নানা রকমের খেলা সহ, শিক্ষক দের মাঝে সম্মাননা পদক সহ  সকল ছাত্র ছাত্রী দের মধ্যে ১৯৮১ ব্যাচ পুনর্মিলনী লেখা খচিত, মগ, বিতরণের মধ্যে দিয়ে বিকাল ৫টায় অনুষ্ঠানটি শেষ হয়।

IPCS News : Dhaka : মোঃতাজুল ইসলাম বাদল : নরসিংদী ।