সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ:

আপডেটঃ ১২:৪৮ অপরাহ্ণ | মে ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ

মনোহরদী:- নরসিংদী জেলার মনোহরদীতে, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও ক্লাবের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হইয়াছে।সনিবার ৪ মে ২০২৪ সকালে মনোহরদী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও ক্লাবের  শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, হাছিবা খান (উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোহরদী নরসিংদী) আরও উপস্থিত ছিলেন, মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের সুযোগ্য উত্তরসূরী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম  নির্বাহী সদস্য, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জনাব মনজুরুল মজিদ মাহমুদ সাদী।এ সময় আরও উপস্থিত ছিলেন, বাবু, সনজন রায় (নিরাপদ সড়ক চাই, সভাপতি মনোহরদী উপজেলা শাখা) উপজেলা শিক্ষা কর্মকর্তা বৃন্দ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ও অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি গন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : মনোহরদী।