মনোহরদীতে রামপুর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আপডেটঃ ১:২৮ অপরাহ্ণ | ডিসেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে রামপুর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার রামপুর বাজার খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে রামপুর তরুন যুব সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।অনুষ্ঠানে রামপুর তরুণ যুব সংঘের সভাপতি নাঈম সাদেক এর সভাপতিত্বে ও সৈয়দ আজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক খ.ম. কামরুল ইসলাম।
ফাইনাল খেলার উদ্বোধন করেন রামপুর তরুন যুব সংঘের সাধারণ সম্পাদক ফারুক শেখ, এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য নাজমুল হক ফরহাদ, তানভীর আহমেদ (তমাল), শান্ত দাস, আজহারুল ইসলাম, মোহাম্মদ পলাশ, এমদাদুল হক, নাহিদুল ইসলাম,কাউসার আহমেদ, ইমতিয়াজ আহমেদ,আকরাম মেম্বার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। খেলায় রংধন ফুটবল একাদশ ৩-০গোলে সূর্য তরুণ ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়।
এসময় প্রধান অতিথি বলেন একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে।নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়।একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই।ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা।আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই। খেলা শেষে আগত অতিথিগণ বিজয়ী দলের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার এলইডি টিভি তুলে দেয়।
উক্ত খেলায় মিডিয়া পার্টনার, মোঃ তাজুল ইসলাম বাদল:-আইপিসিএস মনোহরদী উপজেলা প্রতিনিধি। মোঃ তানভীর আহমেদ:-দৈনিক বাংলাদেশ সমাচার,সি,এন,এন বাংলা টিভি।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।