মনোহরদীতে যথাযোগ্য মর্য্যাদায়, ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক, মাতৃভাষা দিবস পালিত।
আপডেটঃ ১০:৪২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০২৩
নিউজ ডেস্কঃ
মনোহরদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে সারা দেশের ন্যায়, যাথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।দিসবটি উপলক্ষে অমর একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।১৯৫২ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে, প্রভাত ফেরী, আলোচনা সভা ও সকল শহীদদের আত্মার মাগফিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
IPCS News : Dhaka : তাজুল ইসলাম বাদল : নরসিংদী।