সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে মসজিদে মানতী দেওয়া বিরানী খেয়ে অসুস্থ সকলে:

আপডেটঃ ১২:২৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

মনোহরদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ধীন খিদিরপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মসজিদের মানতী দেওয়া বিরানী খেয়ে অসুস্থ সকলে।গত ২/২/২০২৪ ইং রোজ শুক্রবার পবিত্র জুম্মার দিন মানতী,র বিরানীর প্যাকেট বিতরণ করেন, খিদিরপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য সেলিনা বেগম, ৩ টি ওয়ার্ডের ১৬ টি মসজিদে প্রায় ২৫ শত মুসল্লীদের মাঝে বিরানী বিতরন করেন।বিরানী খাওয়ার পর থেকে, ডায়রীয়া, মাথা ব্যাথা, বমি, জ্বরসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, অত্র এলাকার মুসল্লী সহ, প্রত্যেকের পরিবারের, স্কুল পড়ুয়া ছেলে মেয়ে, বয়স্ক বাবা-মা, সহ, ভাই বোন সকলে কিছু না কিছু আক্রান্ত হয়েছে।অত্র এলাকায় গিয়ে দেখা যায়, যে প্রায় পরিবারের লোক জন, পাতলা পায়খানা, বমি ও জ্বরে ভুগছেন।

উক্ত বিষয়টি নিয়ে খিদিরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব, কাউছার রশিদ বিপ্লবের কাছে ঘটনা জানতে চাইলে, তিনি বলেন যে, এই বিষয় টি তিনি শুনেছেন, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এবং এ বিষয়ে ৪,৫,৬, নং ওয়ার্ডের ইউ,পি, সদস্য, সেলিনার কাছে জানতে চাইলে, তিনি জানান যে, তিনি তার পরিবারের মানতির জন্য শুক্রবার পবিত্র জুম্মার নামাজের দিন ১৬ টি মসজিদের  মুসল্লিদের জন্য প্রায় তিন হাজার প্যাকেট বিরানী বিতরন করেন, তার নিজ বাড়িতে বাবুর্চিএনে উক্ত বিরিয়ানি, রান্না করেন।

এখন কিভাবে কি হল তিনি তাহা  জানেন না।অনেকের কাছে জানা যায় যে, বিরানীতে থাকা মুরগীর মাংশ ও ছালাত ভাল ছিলনা।একেবারে গন্ধ ছড়ানো ছিল।বর্তমানে অনেকেই মনোহরদী উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সু চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন আবার কেহ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না শয্যাশায়ী হয়ে কাতরাচ্ছেন।

উক্ত বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।বিষয় টি আমলে নিয়ে জনস্বার্থে সমাধানের জন্য মনোহরদী উপজেলা প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : মনোহরদী।