শনিবার ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে বিধবা নারীর জমি দখলের অভিযোগ, আদালতের আদেশ উপেক্ষা করে উচ্ছেদ

আপডেটঃ ২:৫৮ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের দশদোনা গ্রামে মর্জিনা বেগম নামের এক বিধবা নারীর পৈতৃক জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মাসুদের বিরুদ্ধে।সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে ওই জমিতে বসবাস করছেন মর্জিনা বেগম।তার দাদী এ সম্পত্তি তার বাবাকে দিয়ে যাওয়ায়, তিনি উত্তরাধিকার সূত্রে জমিটির মালিকানা দাবি করেন।তার বাবা-মা ও ভাই-বোন কেউ না থাকায় স্বামীর মৃত্যুর পর সম্পূর্ণ একা হয়ে পড়েন তিনি।

অভিযোগে জানা যায়, মর্জিনার চাচাতো ভাই বাদল বিএসসি গোপনে এই জমি পার্শ্ববর্তী শুঁকন্দী গ্রামের মাসুদ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।এরপর থেকেই মাসুদ ও তার ছেলেরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাতে থাকে।একপর্যায়ে সন্ত্রাসী কায়দায় জমি ও ঘরবাড়ি দখল করে নেয় তারা।এ ঘটনায় মর্জিনা থানায় সাধারণ ডায়েরি করেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হন।

আদালত মামলাটি (নং-০৬/২০২৪) আমলে নিয়ে ১৪৫ ধারা জারি করে মর্জিনাকে বাড়িতে বসবাসের নির্দেশ দেন।কিন্তু গত ২১ এপ্রিল মর্জিনা বাড়িতে না থাকার সুযোগে মাসুদ ও তার লোকজন আদালতের আদেশ উপেক্ষা করে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীদের দিয়ে প্রতিবেশীদের জিম্মি করে দেয়াল তুলে জমি দখল করে নেয় এবং মর্জিনাকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করে।

বর্তমানে তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।স্থানীয় মসজিদের ইমাম ফজর আলী মৌলভী বলেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এই জমি মর্জিনার পৈতৃক সম্পত্তি।কিভাবে এটি বিক্রি হলো, তা আমাদের বোধগম্য নয়।প্রতিবেশী মোর্শেদসহ অন্যরা জানান, একজন বিধবা ও এতিম নারীর জমি জোরপূর্বক দখল মেনে নেওয়া যায় না।

ভুক্তভোগী মর্জিনা গণমাধ্যমের মাধ্যমে প্রশাসন, আদালত ও মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।