রবিবার ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১:৩০ অপরাহ্ণ | নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

নরসিংদী:-নরসিংদীর মনোহরদীতে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুরে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈদেরগাঁও খান বাড়ির মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত তৈরির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আ. খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন, মনোহরদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ভিপি মাহমুদুল হক, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাসেদ মোল্লা ভুট্টু।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা.রেহান উদ্দিন রেনু, পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান প্রধান, উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজিদ, উপজেলা কৃষকদলের আহবায়ক আলী আকবর, সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক কাজল কমিশনার, সদস্য সচিব হান্নান কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল, সদস্য সচিব উজ্জল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করুন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহফুজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু প্রমুখ।

IPCS News : Dhaka : তাজুল ইসলাম বাদল: নরসিংদী।