মনোহরদীতে পুকুরের পাড়, ভেংগে, বসত ঘর হুমকীর সম্মুখীন।
আপডেটঃ ৫:২৩ অপরাহ্ণ | জানুয়ারি ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
মনোহরদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ধীন লেবুতলা ইউনিয়নের দাইড়ের পাড়,গ্রামের মোঃ মোসারফ হোসেন (৩৯) পিতা, মৃতঃ ফজলুল হক সাং দাইড়ের পাড়,থানাঃ মনোহরদী, জেলা, নরসিংদী।তাহার একটি বসত ঘর (বিল্ডিং) যে কোন সময় পুকুরে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।উক্ত পুকুরটির মালিক মোঃ মতিউর রহমান (৪৫) পিতা মৃতঃ ইসমত আলী।
সাং দাইড়ের পাড় থানাঃ মনোহরদী জেলা নরসিংদী।তাহার বিরুদ্ধে উল্লেখিত বিষয় টি নিয়ে একটি অভিযোগ মনোহরদী থানায় দায়ের করা আছে।তার পর ও ভুক্তভোগী মোসারফ হোসেন কোন প্রকার সমাধান পাননি, মোসারফ, একজন হত দরিদ্র মানুষ, পেশায়, রং মিস্ত্রি মানুষের বাড়িতে রংয়ের কাজ করে কোন রকমে সংসার চালায়, অনেক কষ্টার্জিত টাকা দিয়ে শেষ সম্বল এই বাড়িটি নির্মাণ করেন।
বর্তমানে সে খুবই আতঙ্কের মধ্যে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন।উক্ত এলাকার গ্রামবাসী ও ইউপি সদস্যের কাছে জানা যায়, মোসারফের ৪/৫ বছরের বাচ্চা পুকুরে পরে যায়, প্রতিবেশী দেখতে পেয়ে, তাকে অসুস্থ অবস্থায় তুলে আনে, এ রকম অবস্থা প্রতিনিয়ত ঘটে চলেছে, তবু দেখার কেউ নেই।
উক্ত বিষয় টি নিয়া প্রতিপক্ষের মোঃ মতিউর কে বিষয় টি নিয়া পাড়া প্রতি বেশীরা কথা বললে, তাদের কে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এবং সে বলে আমার জমিতে আমি পুকুর দিয়েছি তাতে কার কি হল সেটা দেখার দায়িত্ব আমার না।
তাই বর্তমানে মোশারফ হোসেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত বিষয় টি সমাধান করে দেওয়ার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন।এবং তার পরিবার পরিজন নিয়ে যেন শান্তিতে বসবাস করতে পারেন।
IPCS News : Dhaka : মোঃতাজুল ইসলাম বাদল : মনোহরদী।