মনোহরদীতে পরিচ্ছন্নতা রক্ষায় ৪ হাজার ডাস্টবিন বিতরণ কার্যক্রম শুরু
আপডেটঃ ৬:৪৩ অপরাহ্ণ | নভেম্বর ২০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলায় পরিচ্ছন্নতা রক্ষায় প্রায় ৪ হাজার ডাস্টবিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।গত সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক হাছিবা খান।
বিনামূল্যে ডাস্টবিন বিতরণ:
উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ডাস্টবিনগুলো পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে।ইউএনও হাছিবা খান বলেন, শহর পরিচ্ছন্ন রাখা নাগরিকদেরই দায়িত্ব।সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।শহরের সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হতে হবে।”
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:
ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু রায়হান ভূইয়া
- সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান
- মনোহরদী সরকারি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম খান
- পৌর সচিব মো. ইসমাইল মিয়া
নাগরিকদের আহ্বান:
ইউএনও হাছিবা খান পৌরসভার সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন মেনে চলার আহ্বান জানান এবং এ কার্যক্রমের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সুন্দর মনোহরদী গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।প্রশাসনের এই উদ্যোগে নাগরিক সচেতনতা বৃদ্ধি পাবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।