রবিবার ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে জোর পূর্বক জমির মালিকানা দাবি করিয়া ঘর ও দোকান ভাংচুর।নরসিং

আপডেটঃ ১২:২৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৯, ২০২২

নিউজ ডেস্কঃ

নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামের মোঃ মোতালেব মিয়া (৩৭) পিতা: আব্দুল হাসিম, সাং-কৃষ্ণপুর, থানা-মনোহরদী, জেলা: নরসিংদী।ঘটনা বিবরণ : বিগত ২৬/০৬/২০১৬ ইং তারিখের সাফ কোবলা দলিল মূলে রেজিষ্ট্রি করিয়া দখল নিয়ত থাকিয়া দোকান ও ঘর নির্মাণ করিয়া নির্বিবাদে সুখে শান্তিতে ভোগ করিয়া আসিতেছে।উক্ত জমির মৌজা কৃষ্ণপুর, খতিয়ান নং- আর.এস-২৫০ দাগ, আর.এস নং-৫৩১ রকম-সা-নাল হালে দোকান ও ঘর।মোট ৭ শতাংশ জমি উত্তরে রাস্তা, পশ্চিমে বিবাদী নিপেন্দ্রর জমি।পূর্বে নারায়ন, পশ্চিমে মো: মোতালেব।উক্ত জায়গা দখল ও মালিকানার বিষয়ে বিরোধের জের ধরিয়া ৩১/০১/২০২২ ইং সকাল ৮ ঘটিকায় বিবাদীদ্বয় ১।নিপেন্দ্র সূত্রধর (৫০) পিতামৃত: মনোরঞ্জন চন্দ্র সূত্রধর, ২।রিপন চন্দ্র সূত্রধর (৩৫) পিতা: নিপেন্দ্র সূত্রধর, ৩।মামুন (৩৫) পিতা: ফারুক, ৪।মহসিন (২৮) পিতা: মন্তাজ সর্বসাং কৃষ্ণপুর, থানা:মনোহদরী, জেলা: নরসিংদী।

বিবাদীগণ সঙ্গীয় ও অজ্ঞাত ১৪/১৫ লোক নিয়া লাঠি, লোহার রড, ছুড়ি, এ সমস্ত দেশীয় অস্ত্রাদি সজ্জিত হইয়া পরস্পর যোগ সাজর্সে দল বদ্ধ হইয়া তাহাদের পূর্ব পরিকল্পনামতে বর্ণিত জমির জায়গায় অনধিকার ভাবে প্রবেশ করিয়া দোকান ও ঘর ভাংচুর করে উক্ত ঘটনা দেখিয়া বাদী মোতালেবের স্ত্রী শাহানা ও তাহার মাতা মোছাঃ জরিনা বেগম উক্ত জমি উক্ত জায়গায় থাকিয়া ভাংচুর না করার জন্য বলে।বিবাদীরা তাহাদের কথা কর্ণপাত না করিয়া আরো বেশি রাগান্বিত হইয়া তাহাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাশের লাঠি দিয়া বাদী মোতালেবের স্ত্রী শাহানাকে ও তার মাতা জরিনাকে শরীরের নানা অংশে পিটাইয়া নিলা ফোলা জখম করে।১নং বিবাদী শাহানার মাতার চুলে ও পরনের পরহিত সেলুয়ার কামিজে ধরিয়া টানাটানি করিয়া শ্লীলতা হানি করিয়া মাটির উপর ফেলে দেয়।শাহানার গলায় থাকা স্বর্ণের একটি চেইন নিয়া যায়।যার বর্তমান মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।

বাদীর স্ত্রী ও মায়ের আত্মচিৎকারে ঘটনাস্থলে পাড়া প্রতিবেশীরা ছুটিয়া আসিয়া বিবাদীগণের কবল হইতে শাহানা ও তার মাতা জরিনা বেগমকে উদ্ধার করে।এবং বিবাধী গন হুমকি প্রদান করে যে এ নিয়া যদি কোন মামলা করে তাহলে সময় সুযোগে তাহাদেরকে প্রানে মারিয়া ফেলিবে বলে হুমকি প্রদান করে।

বিবাদী গন সঙ্গবদ্ধ ভাবে বাদী মোতালেবের দোকান ও ঘর ভাংচুর করে এবং দোকানে থাকা মালামাল ছিনাইয়া নিয়া যায়।উক্ত দোকানে মুদি ও স্টেশনারী মালামাল ছিল, যাহার ক্ষয়ক্ষতির মূল্য আনুমানিক ২ লক্ষ টাকার মত।

সংবাদ পাইয়া আমার আত্মীয় মোঃ হানিফ ফকির ঘটনাস্থলে আসেন ও তাহাদেরকে দ্রুত মনোহরদী সরকারী হাসপাতালে আনিয়া জরুরী চিকিৎসা করেন।উক্ত বিষয়ে মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

বর্তমানে বাদী খুবই ভয় ভীতিতে দিনাতিপাত করছে।এবং সুষ্ঠ বিচারের আশায় প্রশাসনের দারস্ত হয়েছেন।উক্ত ঘটনা নিয়ে এলাকার জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

IPCS News : Dhaka : তাজুল ইসলাম বাদল : নরসিংদী।