সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে জাতীয় বীমা দিবস উদযাপিত,

আপডেটঃ ৯:৫১ অপরাহ্ণ | মার্চ ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ

মনোহরদী:- আমার জীবন আমার সম্পদ, বীমা করিলে থাকবে নিরাপদ, এই প্রতিপাদ্যে নরসিংদীর মনোহরদী উপজেলায় জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে ১লা মার্চ বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা বীমা কর্ম-কর্তাদের  আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন, জনাব, মোঃ রেজাউল করিম উপজেলা নির্বাহী অফিসার মনোহরদী নরসিংদী।এ সময় উপস্থিত ছিলেন, আফরোজা সুলতানা রুবী (উপজেলা ভাইস চেয়ারম্যান মনোহরদী উপজেলা পরিষদ) জনাব মোঃ ফরিদ উদদীন অফিসার ইনচার্জ মনোহরদী থানা।জনাব মোঃ শহিদুর রহমান (উপজেলা শিক্ষা অফিসার মনোহরদী নরসিংদী।উপজেলা আনসার ভিডিপি অফিসার ও বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্ম-কর্তা ও কর্মচারী বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলার, প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এ সময়, বীমা উন্নয়ন ও বীমা  সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বীমার গুরুত্ব তুলে ধরে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথি বৃন্দ।সাংবাদিকদের মধ্যে বীমা সম্পর্কে বিশেষ বক্তব্য প্রদান করেন মোঃ কামরুল ইসলাম এশিয়ান টিভি মনোহরদী নরসিংদী প্রতিনিধি। 

IPCS News : Dhaka : মোঃতাজুল ইসলাম বাদল : নরসিংদী।