সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে জমির জবর দখল নিয়ে প্রাণ নাশের হুমকী, থানায় অভিযোগ।

আপডেটঃ ১১:২০ পূর্বাহ্ণ | অক্টোবর ২৬, ২০২৪

মনোহরদী উপজেলা news

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ধীন কৃষ্ণপুর ইউনিয়নের চর গোলমামুদ গ্রামে জমির জবর দখল নিয়ে প্রতি পক্ষের প্রাণনাশের হুমকী, থানায় অভিযোগ।অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, চর গোলমামুদ গ্রামের বাসিন্দা (বাদী পক্ষ) মোঃ হাবিবুর রহমান (৪৮) পিতা মৃত আঃ বাতেন, সাং- চর গোলমামুদ থানাঃ মনোহরদী।জেলা নরসিংদী।প্রতি পক্ষ (বিবাদী) ১।মোঃ আঃ রহিম (৬৫) পিতা মৃত ইসমাইল।২।আবুল হোসেন (৩৫) ৩।রুবেল মিয়া (২৮) ৪।মজিবুর রহমান (৪৫) সর্ব পিতা, আঃ রহিম ৫।রুমা আক্তার (৪০) স্বামীঃ নজরুল ইসলাম ৬।দেলোয়ারা বেগম (২৮) স্বামীঃ আবুল হোসেন ৭।নুরুমিয়া পিতা, আঃ রহিম সর্ব সাং চর গোলমামুদ থানা, মনোহরদী জেলা, নরসিংদী।উক্ত বীবাদী গন একই গ্রামের বাসিন্দা পরস্পর আত্মীয়-স্বজন।

পারিবারিক সুত্রে প্রাপ্য জমির জবর দখল নিয়ে প্রতি পক্ষ আঃ রহিম গং তার পরিবারের লোকজন বেশী থাকায় ভুক্তভোগী পরিবার মোঃ হাবিবুর রহমান এর ৬ শতাংশ জমি উক্ত জমি টুকু জবর দখল করে নেওয়ার পায়তারা করিতেছে প্রতি পক্ষ আঃ রহিম গং প্রতি নিয়ত ঝগড়া বিবাদ চলে আসছে।এ জমি নিয়ে  বেশ কয়েক টি গ্রাম্য শালিস হয়েছে।এতে বিবাদী আঃ রহিম গং কোন দরবার ই মানেনা।

উক্ত জমি সংক্রান্ত বিষয় টি নিয়ে আপোষ মিমাংসার জন্য ইউপি মেম্বারের সহ যোগিতায় গত ৩/ ৮/২০২৪ ইং তারিখ সকাল ১০ টায় এলাকার স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ সহ উভয় পক্ষ কে নিয়ে গ্রাম্য শালিস বসে।উক্ত শালিস চলা কালিন সময়ে শালিসের রায় না মানিয়া বিবাদী আঃ রহিম গং, বাদী পক্ষ মোঃ হাবিবুর রহমান গং সজিব মিয়া, সুবেল মিয়া (আমেনা বেগম হাবিবুরের স্ত্রী) (সৌরভ হাবিবুরের ছেলে) আরো অনেকের উপর রহিম গং ক্ষিপ্ত হয়ে মারপিট করিতে আসিলে উভয় পক্ষের মাঝে হাতা হাতির ঘটনা ঘটনা ঘটে।

উক্ত ঘটনা কে অতি রঞ্জিত করিয়া সু কৌশলে বিজ্ঞ আদালতে (আঃ রহিম গং)একটি মিথ্যা মামলা দায়ের করেন।এবং পরবর্তীতে আবার ও জমি ও  উক্ত মামলা নিষ্পত্তি মিমাংসার জন্য গত ১২/১০/২০২৪ ইং বেলা ৩ ঘটিকায় চর গোল মামুদ গ্রামের জামে মসজিদের সামনে, গ্রাম্য শালিস দরবার বসে।

দরবারী গন বিবাদী আঃ রহিম গং এর কাছে বিজ্ঞ আদালতে মিথ্যার মামলা করার বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করিলে, আঃ রহিম গং উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় দরবারী সহ সবাই কে গালি গালাজ করতে থাকে।এবং ভুক্ত ভোগী পরিবার হাবিবুর এর লোকজনদের উপর দেশীয় অস্ত্রে লাঠি সোটা, লোহার রড দিয়ে বেধরক পিটাইতে থাকে।

এর মধ্যে দরবারী লোকজন ও সজিব এসে থামানোর চেষ্টা করিলে সে ও আঘাত প্রাপ্ত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়।এবং হাবিবুর গংদের বাচাইতে তাহার ছেলে সৌরভ মিয়া আগাইয়া গেলে বিবাদী আঃ রহিম গং এর রুবেল মিয়া লাঠি দিয়ে সৌরভ কে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে সে তার বাম হাত দিয়ে আঘাত ফেরানের সময় বাম হাতের তালুতে দা’ এর আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়।

পরে উপস্থিত দরবারী গন বীবাদী রহিম গং দের কবল থেকে ভুক্তভোগী পরিবারের লোকজন দের কে উদ্ধার করে নিকটস্থ ফার্মেসিতে প্রাথমিক   চিকিৎসার জন্য পাঠায়।এবং বিবাদী গন হুমকী প্রদান করে যে, মিথ্যা মামলা দিয়েছি আরো কঠিন মামলা দিয়ে হয়রানী করিবে এবং এ বিষয় নিয়ে কথা বলিলে প্রাণে মারিয়া ফেলিবে।

উক্ত ঘটনা নিয়ে উক্ত ঘটনা নিয়ে এলকায় আতঙ্কের সৃষ্টি হয়।এ বিষয়ে বিবাদী পক্ষেের লোকজন দের কে একাদিক বার ফোন করে ও কোন উত্তর পাওয়া যায় নাই।এ বিষয়টি নিয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন (ওসি) এর কাছে বিষয়টির ব্যাপারে কথা বললে তিনি জানান যে অভিযোগ পেয়েছি অতি শিগ্রই তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ  করা হবে। 

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।