মনোহরদীতে চিকিৎসক (chcp) ছাড়া চলছে চিকিৎসা সেবা
আপডেটঃ ৩:০২ অপরাহ্ণ | মে ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ধীন খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদ গ্রামে অবস্থিত চর আহাম্মদ পুর কমিউনিটি ক্লিনিক, উক্ত ক্লিনিকে কোন চিকিৎসক নেই, তাই ঔষধ সহ সুচিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অত্র এলাকার জনগন।দীর্ঘদিন যাবত কোন চিকিৎসক (chcp) না থাকায়, একজন ভলেন্টিয়ার (msb) মহিলাই চালাচ্ছে চিকিৎসা সেবার কার্যক্রম।স্বাস্থ্য সেবার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তা বাস্তবে রূপ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।স্বাস্থ্য সেবা আমার মৌলিক অধিকার, কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে তা নিশ্চিত করেছে আওয়ামীলীগ সরকার।গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে, শেখ হাসিনা সরকার কর্তৃক সারা দেশে ১০৬০০ কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন।ইতি মধ্যে ১২,৮১৫টি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা ও চালু করা হয়েছে।
বর্তমানে প্রায় ৯ (নয়শত) কমিউনিটি ক্লিনিকে সিজার ব্যাতীত নরমাল ডেলিভারী হচ্ছে।এ পর্যন্ত গ্রামীণ জনগণের মধ্যে ৫৬৮ কোটি টাকা মুল্যের ৩০ ধরনের ঔষধ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।দেশের প্রতিটি ইউনিয়নে নিজ উদ্দ্যোগে, নিজ অর্থায়নে গড়ে তুলেছেন গ্রামীণ, কমিউনিটি ক্লিনিক।যেখানে সারাদেশের হতদরিদ্র মানুষ বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসাসেবা পেতে পারেন।
গ্রামে থেকে যেন সে বিনা মূল্যে ঔষধ পত্র সহ সু চিকিৎসার পরামর্শ নিতে পারেন, এমনটাই চেয়েছিলেন অত্র এলাকার জন সাধারণ।বর্তমানে ঢিলেঢালা জোরাতালি দিয়ে চলছে চর আহাম্মদ পুর কমিউনিটি ক্লিনিক।উক্ত ক্লিনিকে ৭ জন মহিলা ভলান্টিয়ার (m,s,b) নিয়োগ দেওয়া হয়েছে, ১।তাসলিমা, ২।লিপি আকতার, ৩।মুন্নি আক্তার, ৪।নাসরিন, ৫।সাবিনা, ৬।সুম, ৭।তাসলিমা আকতার।
এই সাত জনের মধ্যে ২ জন, তাসলিমা ও লিপি কে ঔষধ নিতে আসা ভুক্তভোগীরা মাঝে মধ্যে দেখতে পায়।বাকি ৫ জন শুধু বাড়িতে বসে বসে বেতন ভাতার প্রহর গুনে।এবং যথারিতি বেতন ও পেয়ে যাচ্ছে।সাম্প্রতিক ঔষধ নিতে আসা উক্ত গ্রামের কৃষক আঃ আউয়াল তোতা মিয়া বলেন, এখানে আসলে চিকিৎসক ও ঔষধ ও পাওয়া যায়না, তাই আমরা জন সাধারন ঔষধ ও চিকিৎসা সেবা নিতে পারছিনা।
উক্ত এলাকার ভুক্তভোগী শুক্রুরী বেগম বলেন, আামাদেরকে টাকা দিয়ে ঔষধ নিতে হয়, আমরা গরীব দুঃখী মানুষ, টকা দিয়ে কিভাবে ঔষধ নেব ?মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তো বিনামূল্যে ঔষধ বিতরন করতে বলেছেন।সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা রাখার কথা, কিন্তুু কখনো কখনো ১২টা থেকে ১টার মধ্যে বন্ধ হয়ে যায়।তারা ঠিকমত ক্লিনিকেও আসেনা।
বর্তমানে কর্তব্যরত অস্থায়ী একজন ভলেন্টিয়ার (msb) নাম তাসলিমা তিনি সকাল ১১টায় ক্লিনিকে এসে তালা খুললেন।আমাদের বিশেষ প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল, উক্ত বিষয়াদি নিয়ে কথা বলিলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারে নাই, এবং টাকার বিনিময়ে ঔষধ বিক্রি কথা জানতে চাইলে, সে বলে, এই টাকা দিয়ে নাকি সুইপারের বেতন দেওয়া হয়।
এ সব অনিয়ম, দুর্নীতির প্রসঙ্গ তুলে অত্র এলাকার সম্মানিত বীর মুক্তি যোদ্ধা মোঃ রমিজ উদদীন মাস্টার (ভারপ্রাপ্ত সভাপতি, খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ) তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাস্থ্য সেবা ও গ্রামীন কমিউনিটি ক্লিনিকের স্বপ্নদ্রষ্টা তা বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সারা দেশের গ্রামীন জনগনের জন্য প্রতিষ্ঠা করেছেন আজকের এই কমিউনিটি ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্র।জনগনের দোড় গোরায় পৌছে দিয়েছেন স্বাস্থ্যসেবা।তিনি এ সব অনিয়মের কথা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন।
জনগনের দাবী, তারা যেন সঠিক সেবা পেতে পারে এবং সঠিক নিয়ম কানুনের মধ্য দিয়ে যেন উক্ত ক্লিনিকের কাজকর্ম পরিচালিত হয়।তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, উক্ত বিষয়াবলী তদন্ত পূর্বক দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।