সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও কথিত এন জিও

আপডেটঃ ২:৩১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদীতে ঋণ দেওয়ার কথা বলে গ্রামীন ডেভেলপমেন্ট সার্ভিসেস (জেডিএস) নামে একটি বেসরকারী সংস্থা এনজিও  গ্রাহকের প্রায় কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে।এতে মনোহরদী ও পার্শ্ববর্তী উপজেলা কাপাসিয়া ও বিভিন্ন এলাকার তিন শতাধিক গ্রাহক প্রতারিত হয়েছেন বলে জানা গেছে গত মঙ্গলবার ১৩ ই ফেব্রুয়ারি  সকালে টাকা ফেরত পেতে উক্ত এনজিও কার্যালয়ে অপেক্ষা করছেন ভুক্তভোগী গ্রাহকরা।জানা গেছে একমাস পূর্বে মনোহরদী পৌর এলাকা হারর দীয়া বুরুজ শেখের বাড়ীর দ্বিতীয় তলায় গ্রামীন ডেভেলপমেন্ট সার্ভিসেস (জেডিএস) নামে একটি এনজিও কার্যালয় খোলা হয়।তাহারা সুকুন্দী বালিয়াকান্দা সুতা লরী কান্দা হারর দীয়া কাচিকাটা গ্রামের পোল্ট্রি খামার মৎস্য খামার অটো রিকসা চালক ও বিদেশ গামী লোকজন দের  টার্গেট করে ঋণ দিবেন বলে  প্রলুদ্ধ করেন।

এক লাখ টাকা ঋণ নেওয়ার জন্য গ্রাহক কে ১০ হাজার টাকা সঞ্চয় জমা দিতে হয়েছে।এ ভাবে গ্রাহক রা ১০ হাজার থেকে ৪০ হাজার টাকা করে জমা দিয়েছেন গ্রাহক রা ঋণের আশায় গ্রামের তিন শতাধিক সহজ সরল মানুষ উক্ত এনজিওতে টাকা জমা রাখেন।কিন্তু রবিবার ১১ই ফেব্রুয়ারি বিকালে এনজিওর তালা বন্ধ করে হঠাৎ উধাও হয়ে যায়।

উক্ত এলাকার লোকজন তাদের কষ্টার্জিত টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী গ্রাহকরা।ভুক্তভোগী গ্রাহকরা শুকুন্দি  বালিয়া কান্দা গ্রামের বাছেদ প্রধান বলেন আমাকে ২লাখ টাকা ঋণ দেবে বলে বিশ হাজার টাকা অগ্রিম নেয়।এখন তারা টাকা নিয়ে পালিয়েছেন।অফিসের সবাই মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন তাদের কোন খোঁজ পাওয়া যায় নাই।

আমি আমার টাকা ফেরত চাই।ফাইজ উদ্দিন ও মোস্তফা ফরাজী বলেন জমা দিয়েছিলাম ২ লাখ টাকা ঋণের আশায় ২০ হাজার টাকা জমা দিয়েছিলাম।ঋণ দেওয়ার দিন এসে দেখি এনজিওর লোকজন পালিয়েছে।মনি আজতার ও পারভিন বলে আমরা ২ জনে ৩০ হাজার টাকা জমা দিয়েছি বিনিময়ে আমাদের কে ৩ লাখ টাকা ঋণ দেওয়ার কথা ছিল।সুদ করে এনে এই টাকা দিয়েছি।

এখন আমাদের উপায় কি হবে।কথা বলতে গ্রামীন ডেভেলপমেন্ট (জে ডিএস) এর মাঠ কর্মী আকলিমা আক্তারের মুঠো ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তাহা বন্ধ পাওয়া যায়।উক্ত বিষয়টি নিয়ে মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন বিষয়টি শুনেছি তবে কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইবে। 

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।