মনোহরদীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আপডেটঃ ৭:২৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- সরকারের অধীনে আমরা কোন নির্বাচনে আমরা যাব না বললেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা ঘেরাও করব প্রস্তুত থাকুন।শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার তামাক কান্দা গ্রামে সোনিয়া মঞ্জিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় আরো বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির,সাবেক ভিপি মোঃ গোলাম মোস্তফা সহ আরো অনেকে।এসময় মনোহরদী- বেলাব উপজেলা থেকে হাজার হাজার বিএনপির নেতা-কর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
IPCS News : Dhaka : তাজুল ইসলাম বাদল : নরসিংদী।