মনোহরদীতে ঐতিহ্যবাহী গফুর ভুঞয়া পরিবারের উজ্জ্বল বার্তা নিয়ে এলো এক অনন্য প্রতিভা ‘‘ওয়াসিকা’’
আপডেটঃ ৭:৪৪ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০২২
নিউজ ডেস্কঃ
মনোহরদী থানা আওয়ামীলীগের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত আব্দুল গফুর ভুঁইঞার ছেলে বিশিষ্ট্য সমাজ সেবক এবং আওয়ামীলীগের সাংগঠনিক নক্ষত্র মনোহরদী উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, আওয়ামীলীগ অফিসের জমিদাতা, শুকুন্দি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কেন্দ্রের জমিদাতা, গুনিজন, মানবিক, মনোহরদী উপজেলার উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট্য শিক্ষানুরাগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মোঃ আব্দুল খালেক ভুঁইঞার একমাত্র সুযোগ্য কন্যা ও ঐহিত্যবাহী ভুঁইঞা বাড়ীর প্রয়াত গফুর ভুঞয়ার বহু গুণে গুণান্বিত আদরের দুলালী ও এক উজ্জ¦ল নক্ষত্র, কৃষিবীদ, ওয়াসিকা আফরিন তীথি কে (বিডিসি) কর্মকর্তা কর্তৃক ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন।গুনি মাতা পিতা বহু গুণে গুণান্বিত পরিবারের মেধাবী কন্যা শিক্ষায়, সাংস্কৃতিতে, নিত্যে, গানে, আবৃত্তি, ও অভিনয়ে যার জীবন ঝুড়িতে রয়েছে সরকারী ও বেসরকারি পর্যায়ে প্রায় ৭০ টির ও বেশি সম্মাননা পুরষ্কার সার্টিফিকেট ও ক্রেষ্ট।
তার সবগুলো অর্জন লেখা সম্ভব না হলেও কয়েকটি তুলে ধরলাম।বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বর থেকে অভিনয় ও গানে ১ম স্থান অধিকার করেন। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে (২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে) মুক্ত হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করেন।
বাংলাদেশ শিশু একাডেমীতে ২৬ শে সেপ্টেম্বর মীনা দিবস উপলক্ষ্যে মীনা চরিত্রের অভিনয়ে পরিচালক কর্তৃক বিশেষ ক্রেষ্ট প্রাপ্ত হন।প্রথম আলো ডিবেট প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হন।
বাংলাদেশ কিন্টার গার্টেন এসিসিউশন কর্তৃক সাংস্কৃতিক প্রতিযোগীতায় নৃত্যে, গানে, অভিনয়ে ও আবৃত্তিতে বিশেষ সনদে ভুষিত হয়েছেন।এটিএন বাংলা টিভির শেষের অক্ষর গানের প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন।
বর্তমানে নিউইয়র্ক ও ইউএসএ বাংলা চ্যানেল ত্রিতাল বাংলা (ইউএসএ) অনুষ্ঠানটি সাফল্যের সহিত নিয়মিত উপস্থাপনা ও বাংলা ভিশন টিভির ‘‘দিন প্রতিদিন’’ অনুষ্ঠানটি দীর্ঘ দুই বছর যাবত সাফল্যের সহিত উপস্থাপনা করে ছিলেন।
শবে মাত্র শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সহিত কৃষিবীদ হিসেবে বেরিয়েছেন।সর্বপরী তাহার মঙ্গল কামনায় দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকা পরিবারের পক্ষ থেকে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করছি।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : মনোহরদী, নরসিংদী।