মনোহরদীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আপডেটঃ ৩:২৭ অপরাহ্ণ | নভেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আওয়ামী সরকারের শাসন আমলে খিদিরপুর ইউনিয়নের কারা নির্যাতিত বিএনপি নেতাদের উঞ্চ সংবর্ধনা প্রদান করা হয়েছে।রামপুর বাজার বিএনপির কার্যালয় প্রাঙ্গনে খিদিরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আওয়ামী সরকারের শাসন আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের কারা নির্যাতিত নেতাকর্মীদের উঞ্চ সংবর্ধনা প্রদান করা হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমানে নরসিংদী জেলা যুবদলের সম্মানিত সদস্য খ.ম কামরুল ইসলাম।সভাপতির স্বাগতিক বক্তব্যে তিনি বলেন, আমরা কোন ব্যক্তির রাজনীতি করি না,আমরা কোন ব্যক্তির পূজা করি না।
গত ১৬ বছর যারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে, বিভিন্ন মেয়াদে কারা বরণ করেছে আজকে তাদের উষ্ণ সংবর্ধনা দেব।তিনি আরো বলেন একটি আসনের মধ্যে অনেকগুলো প্রার্থী থাকবে।যে প্রার্থী দলীয় প্রতীক নিয়ে আসবে,আমরা তার পক্ষে কাজ করব।তাকে জয়যুক্ত করার জন্য নিরলস ভাবে সবাই মিলে একত্রে কাজ করব।
আমরা কোন দলীয় কোন দলীয় কোন্দল চাই না।কেউ কোন ভেদাবেদ সৃষ্টি করবেন না।যারা এ গুলো করবেন জনগণকে সাথে নিয়ে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।আমরা দেশরত্ন তারেক জিয়ার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছি।
আমরা কোন হিংসাত্মক রাজনীতি পছন্দ করি না।আমরা আগামী নির্বাচনে সকলে মিলেমিশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ আসন উপহার দিব।আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে কারা নির্যাতিত নেতৃবৃন্দ তাদের সাথে কারাগারে ঘটে যাওয়া লৌহমর্ষক কাহিনী বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
খিদিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা সৈয়দ আজহারুল ইসলাম আজহার এর সঞ্চালনায় মোঃরুবেল মাহমুদ দিপক, আশিক আহমেদ মিন্টু, মো.মাসুদ রানা ও দুলাল মিয়ার সার্বিক তত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিঃ ওয়ারেন্ট অফিসার (অবঃ) (বাংলাদেশ সেনাবাহিনী) শহিদুল্লাহ্।
সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ মানিক, খিদিরপুর ইউনিয়ন কৃষক দল নেতা, রেনু মেম্বার, নরসিংদী জেলা জজ আদালতের সহকারী সরকারি প্রকৌশলী এড.আমিরুল ইসলাম, খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সংগঠক আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আক্তার হোসেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
কামরুল হাসান আরমান,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো.শাহিন মিয়া, ইউনিয়ন ছাত্রনেতা, টিটু পরামানিক, নরসিংদী জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম-সম্পাদক আশিকুর রহমান শাফি, ইউনিয়ন কৃষকদল নেতা রেজাউল হক কাজল, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, মাসুদ রানা নান্নু, ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বশির আহমেদ কাজলসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. এমরুল ইসলাম, সম্মানিত সদস্য মো. হিমেল মিয়া ও অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : মো. তাজুল ইসলাম বাদল : নরসিংদী।