সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে উদযাপিত হল অটোরিকশা মালিক, শ্রমিকের সচেতনতা বিষয়ক কর্ম শালা,

আপডেটঃ ১২:০০ পূর্বাহ্ণ | জানুয়ারি ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ

 মনোহরদী:- ১৮ ই জানুয়ারি ২০২৩ইং রোজ, বুধবার সকাল ১০টায়, নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ধীন খিদিরপুর ইউনিয়নের খিদিরপুর বাজারে, রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে উদযাপিত হল, অটোরিকশা মালিক শ্রমিকের সচেতনতা  বিষয়ক, কর্মশালা।উক্ত অনুষ্ঠানে, জনস্বার্থে জন সচেতনতা মুলক মুল্য বান বক্তব্য প্রদান করেন, রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের, ন্যায় নিতির পথপ্রদর্শক মানবিক মানুষ সফল পুলিশ অফিসার, জনাব, মোঃ ইউসুফ আলী, (ইনচার্জ, রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র মনোহরদী নরসিংদী) তাহার, সচেতনা মূলক বক্তব্যে আলোচিত, বিষয়, অটোরিকশা, ছিনতাই,এবং চোরী, ডাকাতি, মাদক, সহ,সমাজের যে কোন অপরাধ দমনে পুলিশের অগ্রনী ভূমিকা রয়েছে, এবং পুলিশের সেবা নিতে ২৪,ঘন্টা ৯৯৯ এ ফোন দিয়ে যে কোন অপরাধ মূলক তথ্যের সমাধান পাওয়া যায়।

তিনি আরও বলেন, জনগন কে আরও সোচ্চার হতে হবে, পুলিশ জনতা এক সাথে কাজ করলে, সকল অপরাধ নির্মুল করা যার এবং অটোরিকশা চুরি ছিনতাই, হওয়া ব্যাপারে বিভিন্ন নিয়ম কানুন উপস্থিত জন গনের মাঝে তুলে ধরেন।উক্ত, অনুষ্ঠানে, রাম পুর পুলিশ তদন্ত কেন্দ্রের সন্মানিত পুলিশ অফিসার সহ, ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অটোরিকশা মালিক, চালক বৃন্দ। 

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : মনোহরদী।