মনোহরদীতে অবৈদ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আপডেটঃ ১২:৫৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
মনোহরদী:- মনোহরদীতে অবৈদ ইট ভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে, ইট তৈয়ারীর স্থাপনা।পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকায়, দুটি ইট বাটায় অভিযান চালিয়ে নগদ ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে, পরিবেশ অধিদপ্তরের, ভ্রাম্যমান আদালত।একই সাথে ভাটা গুলোর ইট তৈরি স্থাপনা এক্সভেটর দিয়ে ভেঙ্গে ফেলা হয়।গত ১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।অভিযানে মনোহরদী উপজেলার বড় চাঁপা ইউনিয়নের নিউ ইমরান ব্রিকসের মালিক কে নগদ তিন লক্ষ টাকা ও এলাকার মেসার্স শামীম কনস্ট্রাকশন ব্রিকসের মালিক কে তিন লাখ টাকা জরিমানা করা হয় একই সাথে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।উক্ত অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা ও সহকারী পরিচালক, প্রশান্ত কুমার রায়, মনসুর মোল্লা।পরিদর্শক সমর কৃষ্ণ দাস সহ রেব পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : মনোহরদী।