সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদন জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব উদযাপন।

আপডেটঃ ১২:৩৯ অপরাহ্ণ | মার্চ ৩১, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলায়(২৯মার্চ)মঙ্গলবার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজ একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য নবীন বরণ উৎসব উদযাপন করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান এর সভাপতিত্বে এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ বুলবুল আহমদ বলেন,কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তিনি বলেন,গ্রাম থেকে পড়াশোনা করে অনেক মেধাবী দেশ প্রেমিক  হওয়া যায়, যেমন আমিও গ্রাম থেকে পড়াশোনা করে ভাল শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে শেষ করে আজ এই পর্যায়ে এসেছি।

তোমরাও ভাল পড়াশোনা করে দেশ প্রেমিক হতে হবে। অনুষ্ঠানের উদ্বোধক কবি সাহিত্যিক প্রফেসর ননী গোপাল সরকার বলেন, দেশ প্রেমিক হতে হলে কোন রকম বাজে কাজের সঙ্গে নিজেকে জড়ানো যাবে না।

নবাগত শিক্ষার্থী উদ্দেশ্য তিনি বলেন শিক্ষা অর্জন করে দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ও মদন পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ মদন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম।

আরো উপস্থিত ছিলেন, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রহিম কবি তানভীর জাহান চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও গন মাধ্যম কর্মীগন। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।