মদন উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও শাহ আলম মিয়া।
আপডেটঃ ৪:৩৮ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।রবিবার (৭এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক শুভেচ্ছা বার্তায় বলেন,দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমরা যে সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিফলন ঘটে।মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যদিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।এই মুহূর্ত মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে।ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।নির্বাহী কর্মকর্তা আরোও শুভেচ্ছা জানিয়ে বলেন সাধারণ জনগণ,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সকলকে মদন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।পরিশেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মদন বাসীসহ দেশে বিদেশের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।