সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে হাজী ওয়াহেদ আলী এতিমখানা মাদ্রাসায় ছাত্রদের মাঝে পাঞ্জাবি বিতরণ।

আপডেটঃ ১২:২৮ অপরাহ্ণ | জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা (২৩ শে জুন) শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় নায়েকপুর ইউনিয়নে বড়াটি মোয়াটি আকাশ্রী হাজী ওয়াহেদ আলী এতিমখানা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিংকমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী শাহজাহান সাজু।সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সুপারেন্টেড মাওলানা সাখাওয়াত হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল।এ সময় আরও উপস্থিত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাদেক মাস্টার ও দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম শফিক দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয় সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্ররা।

এ সময় প্রধান অতিথি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ মসজিদ মাদ্রাসায় গরিব এতিম ছাত্র-ছাত্রীদের জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।আমি সরকারের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানে আবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য ৩ মেঃ টন জি আর চাউল বরাদ্দ দিয়েছি।

যদি সরকারের পক্ষ থেকে আরো কোন সহযোগিতা থাকে দেওয়ার চেষ্টা করব।আলোচনা শেষে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৩৪ জন আবাসিক ছাত্রদের মাঝে পাঞ্জাবি পায়জামা বিতরণ করা হয়েছে।

  IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।