সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে ৮ ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী-লীগের বিদ্রোহী প্রার্থী।

আপডেটঃ ৭:২০ অপরাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০২১

নিউজ ডেস্কঃ

 নেত্রকোনা মদন উপজেলার ৮ টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।৮ টি ইউনিয়নের মধ্যে ৩ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে।জানা যায়,ইতোমধ্যে গত ২০ তারিখ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।প্রতীক পেয়ে প্রার্থীরা ভোট উৎসবে মেতে উঠেছেন। উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৯ জন প্রার্থী ভোটে লড়ছেন ,সাধারণ সদস্য পদে ২৪৬ জন ,সংরক্ষিত নারী সদস্য ৯০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।এদিকে বি এন পি থেকে ভোট বর্জনের কথা বলা হলেও ৮ টি ইউনিয়নে দলটির রাজনীতির সঙ্গে জরিত একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।চানগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার, মদন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রহিচ উদ্দিন সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ নায়েকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী কাইটাইল ইউনিয়নে মোঃ আবু তাহের আজাদ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতা নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

এ দিকে স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে,মাঘান,তিয়শ্রী ও গোবিন্দশ্রী ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে ভোটে লড়ছেন।জানা গেছে,কাইটাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন,ও সংরক্ষিত মহিলা পদে ৮ জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন।চানগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন,সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা পদে ৮ জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন।

মদন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা পদে ১১ জন ভোটে লড়ছেন।গোবিন্দশ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন,সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা পদে ১৩ জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন।মাঘান ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন,সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা পদে ১০ জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন।

তিয়শ্রী ইউনিয়নে ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন,সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা পদে ১৩ জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন। নায়েকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন,সাধারণ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা পদে ১১ জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন।ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন,সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা পদে ১৬ জন প্রার্থী ভোটে অংশে নিচ্ছেন। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি।