সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে ৬৭ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই।

আপডেটঃ ৯:১০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ৯৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও তার মধ্যে ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে আজও নির্মাণ হয়নি শহীদ মিনার।প্রতি বছর কলাগাছ বাঁশের কঞ্চি ও সাদা কাগজ দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ২১ ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও শহীদ দিবস পালন করে আসছে।এতে শিক্ষার্থীরা জানতে পারছে না ভাষার সঠিক তাৎপর্য,,জানতে পারছে না ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা।এ ব্যাপারে সরকারি উদ্যোগে শহীদ মিনার নির্মাণের জন্য দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৪ টি।এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে ২৭ টি।বাকি ৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনেও কোন শহীদ মিনার নির্মাণ হয়নি।

উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা ইয়াছিন ও সূচি আক্তার জানায়,প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়,কিন্তু আমাদের বিদ্যালয়ের শহীদ মিনার না থাকায়,আমরা সবাই মিলে প্রতিবছর কলাগাছ দিয়ে শহীদ মিনার মানিয়ে শ্রদ্ধা জানাই।

আমরা চাই সরকার প্রতিটা স্কুলে শহীদ মিনার নির্মাণ করে দেওয়ার জন্য।উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জানান,আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিনেও শহীদ মিনার নির্মাণ হয়নি।আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি না।

এ বিষয়ে শহীদ মিনার নির্মাণে সরকারি সহযোগিতা কামনা করেন তিনি।এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন জানান,২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার রয়েছে,বাকি ৬৭ প্রাথমিক বিদ্যালয়ে এখনো শহীদ মিনার নির্মাণ করা হয়নি।এতে শ্রদ্ধা নিবেদন করতে পারছে না শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী অফিসার তানজিনা শাহরীন জানান,এই বিষয়টি উপজেলা শিক্ষা কমিটির সাথে আলোচনা করেছি,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ভাষা শহীদরে প্রতি শ্রদ্ধা জানাতে পারে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।