সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে ৫ম ধাপে ৮ ইউপিতে চেয়ারম্যান হলেন যারা।

আপডেটঃ ৪:২৩ অপরাহ্ণ | জানুয়ারি ০৬, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে ৫ম ধাপে ৮ টি ইউপিতে চেয়ারম্যান হলেন যারাঃ ১নং কাইটাইল ইউনিয়নে সাফায়েত উল্লাহ (আ,লীগ) প্রাপ্ত ভোট ৫৮৫৫,নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের আজাদ (বিএনপি স্বতন্ত্র) প্রাপ্ত ভোট ৫৮২০,২নং চানগাঁও ইউনিয়নে মোঃ নূরুল আলম তালুকদার (বিএনপি স্বতন্ত্র) ২০৪০,নিকটতম এ কে এম সুয়েব উদ্দিন মিন্টু ১৯০৩, ৩নং মদন ইউনিয়নে মোঃ খায়রুল ইসলাম (আ,লীগ) ৩৫০০,নিকটতম সাইদুর রহমান ২৯৯০(বিএনপি স্বতন্ত্র) ৪নং গোবিন্দ্রশ্রী ইউনিয়নে মাইদুল ইসলাম খান (আ,লীগ বিদ্রোহী) ৪৫১২,নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবারক হোসেন (বিএনপি স্বতন্ত্র) ২০৫৮,৫নং মাঘান ইউনিয়নে জহিরুল ইসলাম মাসুদ (আ,লীগ বিদ্রোহী) ৪০২৮,নিকটতম হাবিবুর রহমান হবু (আ,লীগ বিদ্রোহী) ১৫৪৫, ৬নং তিয়শ্রী ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান (মাষ্টার) (আ,লীগ) ৩৮২২,নিকটতম তোফায়েল আহমেদ (আ,লীগ বিদ্রোহী) ২৯৫৫,৭নং নায়েকপুর ইউনিয়নে হাবিবুর রহমান (বিএনপি স্বতন্ত্র) ৩২০৯,নিকটতম  মোঃ মোসলেম উদ্দিন ভুইঁয়া ৩০৩৭ (আ,লীগ) ৮নং ফতেপুর ইউনিয়নে সামিউল হায়দার সফি (বিএনপি স্বতন্ত্র) ৩৭৯৬,নিকটতম আলি হায়দার (বিএনপি স্বতন্ত্র) ২৮৯০।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।