মদনে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বন্ধন সমাজসেবা যুব সংঘ।
আপডেটঃ ৭:৫৮ অপরাহ্ণ | জুন ২৯, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় বন্ধন সমাজসেবা যুব সংঘের উদ্যোগে (২৯) জুন বুধবার সকাল ১১ ঘটিকায় বন্ধন সমাজ সেবা কার্যালয়ে ২ শত ত্রিশ টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।ত্রাণ সামগ্রী মধ্যে ছিল চাল ডাল,চিনি তেল মরিচ ওরস্যালাইন লবণ মুড়ি ও আলু।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ।ত্রাণ বিতরণের কালে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমদ বলেন, ক্রান্তিকালীন সময়ে উপজেলার সামাজিক সংগঠন বন্ধন সমাজ সেবা যুব সংঘ বন্যায় দুর্গত মানুষের পাশে এগিয়ে আসায় ধন্যবাদ জানাচ্ছি।অন্যান্য সামাজিক সংগঠন বন্যার্তদের পাশে এগিয়ে আসার জন্য আহবান করছি।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান এর সহ-ধর্মিনী ও সংগঠনের সদস্য রমা রায়, বন্ধন সমাজ-সেবা যুব সংঘের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম ডাঃ নূর নবী,মোঃ ইসলাম উদ্দিন, মজিদুল আলম সিদ্দিকী, শাজাহান, আনোয়ার বাবলু,রফিকুল ইসলাম সাংবাদিক শহীদুল ইসলাম শফিক সহ আরও অনেকেই।
ত্রাণ বিতরণ কালে সংগঠনের সভাপতি সারোয়ার জাহান বলেন,গত দুই দিন যাবত মাঘান ও গোবিন্দশ্রী ইউনিয়নের হাওর অঞ্চল ঘুরে তারা বন্যায় দুর্গত ৬ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।তিনি আরও বলেন সংগঠনটি গত একযুগ যাবত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ করে আসছে।
এরই ধারাবাহিকতায় তারা হাওর অঞ্চলে দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে।দেশের এমন দুর্যোগ কালে প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত অসহায় মানুষের পাশে দাড়ানো।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।