মদনে ১দিন ব্যাপি প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত।
আপডেটঃ ৬:৪৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৬, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলায় ১৬ (ফেব্রুয়ারী) বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা পাবলিক হল মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যােগে একদিন ব্যাপি প্রদর্শনী মেলা আয়োজন করা হয়েছে।উক্ত সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমদ।সভা পরিচালনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মাসুদ করিম সিদ্দিকী।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম,উপজেলার সাবেক মুক্তিযোদ্দা সংসদের কমান্ডার মোঃ হেলাল উদ্দিন তালুকদার,জাহাঙ্গীর পুর সরকারি টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা জেবুন্নাহার।
আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য আয়শা আক্তার, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার গাজী ফেরদৌস আহম্মদ, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমোক। প্রদর্শনী মেলাতে খামারিদের ছোট বড় বিভিন্ন প্রজাতির ৫০টি স্টল অংশ গ্রহণ করেন।আলোচনা শেষে প্রধান অতিথির নেতৃত্বে এলডিডিপি এর আওতায় প্রাণী সম্পদ প্রদর্শনী স্টল ঘুরে দেখেন,এবং অংশ গ্রহণ খামারিদের ৪টি ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ প্রদান করেন।ষাঁড়ে প্রথম পুরস্কার পেলেন সুজন চন্র নাগ,গাভীতে প্রথম পুরস্কার পেলেন তাপস চৌধুরী, ছাগলে প্রথম পুরস্কার পেলেন জামাল মিয়া,হাস মুরগীতে প্রথম পুরস্কার পেলেন ইয়াছিন মিয়া সহ বিভিন্ন খামারিদের পুরস্কার ও সদন তুলে দেন।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।