মদনে স্কুল ছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।
আপডেটঃ ৩:১২ অপরাহ্ণ | অক্টোবর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- গালিভ হাসান আরাফাত জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পরশখিলা শাখা আরাফাত প্রাইভেট সেন্টারের শিক্ষার্থী।মঙ্গলবার (১০অক্টোবর) সকালে মদন বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানিয়ে বক্তব্য রাখেন আরাফাত প্রাইভেট সেন্টারের পরিচালক মোঃ আইনুল হক সোহেল,স্থানীয় ইউপি সদস্য শেখ রহিছ উল্লাহ রবিন, শহীদুল ইসলাম, রুকেল মিয়া, ফজলু মিয়া,বজলুর রহমান বাহারসহ অন্যরা।এসময় তারা বলেন,গত ৮ অক্টোবর বৃহস্পতিবার প্রতিদিনের মতো গালিভ হাসান বিকাল ৩ ঘটিকার সময় নিজ বাড়ি গঙ্গানগর থেকে প্রাইভেট পড়ার জন্য পরশখিলা শাখা আরাফাত প্রাইভেট সেন্টারে যাওয়ার পথে দুষ্কৃতীকারীরা তার উপর হামলা করে।
স্থানীয় সূত্রে জানা যায় তার পিতা রতন মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসার জেরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিবেশী পরশ খিলা গ্রামের প্রতিপক্ষ রতন মিয়ার নির্দেশে ১০/১১ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গালিভের পথ গতিরোধ করে।পরে থাকে এলোপাতারি বেধড়ক মারধর করে।এতে দুই পা’সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হয়।
এসময় তার আত্ম চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসে ভর্তি করেন।বক্তারা আরও জানান,হত্যার উদ্দেশ্যে হামলা, প্রাণ নাশের হুমকীর ঘটনায় স্কুল ছাত্রের পিতা রতন মিয়া বাদী হয়ে গত ৮ অক্টোবর মদন থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান এ প্রতিনিধিকে বলেন,এ বিষয়ে গালিভ হাসান আরাফাতের পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
IPCS News : শহীদুল ইসলাম : নেত্রকোণা।