সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবককে ১৫ দিনের কারাদণ্ড।

আপডেটঃ ৬:৪০ অপরাহ্ণ | জুলাই ১২, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা মদন পৌরসভার শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং এর দায়ে এক যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।বুধবার বিকাল সাড়ে তিন ঘটিকার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী ভূমি কমিশনার মোঃ শাহানুর রহমান এ আদেশ দেন।ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা গেছে, মদন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় ছুটি হওয়ার পর বের হওয়ার পথে স্কুল এর পাশে ছাত্রীকে ইভটিজিং করে মদন উপজেলার সদর ইউনিয়নে চানগাঁও চকপাড়া গ্রামের একদিল মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২০)।অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম আহমেদ এ প্রতিনিধিকে বলেন, স্কুল দুইটার দিকে ছুটি হওয়ার পর স্কুলের পাশে ছাত্রীকে ইভটিজিং করার বিষয় ছাত্রী আমাকে অবগত করলে তাৎক্ষণিক ভাবে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।