সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে সোনামিয়া অজুফা এতিমখানা মাদ্রাসার শুভ উদ্বোধন।

আপডেটঃ ২:১৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ ঘটিকার সময় নেত্রকোণা মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও চকপাড়া ঠাকুর বাড়িতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ এর প্রতিষ্ঠিত সোনামিয়া অজুফা এতিমখানা হাফিজিয়া মাদ্রাসাটি শুভ উদ্বোধন ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন গ্রামীন কল্যাণ ও গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা মোঃ আব্দুল জাহেদ ও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মদন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন উজ্জ্বল।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।

এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতী মোঃ আনোয়ার হোসাইন,আলহাজ্ব মোজাফর আহমেদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সামছুল ইসলাম,জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসা’র প্রিন্সিপাল মঞ্জরুল হক খান ও ভাইস প্রিন্সিপাল মোঃ ফারুক উদ্দিন ভুঁইয়া, আদর্শ কারিগরী বাণিজ্য কলেজে’র প্রিন্সিপাল গাজী রফিকুল ইসলাম হাজী আবদুল আজিজ খান সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান সহকারী অধ্যাপক (অব.) খান মুহাম্মদ হামজা, নোয়াগাওঁ আপতাব হোসেন খান একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন ইদ্রিছ।

বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত আলেম দ্বীন ও ইমামগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।