সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে সংঘর্ষের ঘটনায় ৯জন আটক, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার।

আপডেটঃ ১০:২১ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোনা মদন থানার আলমশ্রী ও নোয়াগাঁও গ্রামের সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।এ সময় বিপুল পরিমাণে দেশিও অস্ত্র উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,পূর্ব বিরোধের জের ধরে গত ২৭শে সেপ্টেম্বর পুনরায় উল্লেখিত দু’গ্রামের লোকজন মারামারি ও দাঙ্গা হাঙ্গামা প্রস্তুতি নেয়।এমন সংবাদের ভিত্তিতে দাঙ্গা-হাঙ্গামার ঘটনার নিরসনকল্পে নেত্রকোণা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের নেতৃত্বে উল্লেখিত আলমশ্রী ও নোয়াগাও গ্রামে ২৭শে সেপ্টেম্বর তারিখে দিবাগত রাতে অভিযান পরিচালনা করে মারামারি ও দাঙ্গা হাঙ্গামা ঘটনায় নেতৃত্ব দানকারী উভয় গ্রাম থেকে মোট ৯ জনকে আটক করা হয়েছে এবং তাদের বাড়িঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র (লাঠি-শোটা,বল্লম,টেটা,ঢাল,গুলাইল, রাম-দা প্রভৃতি) উদ্ধার করা হয়।

উল্লেখ্য,গত ২৬শে সেপ্টেম্বর সকালে  নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশে আলমশ্রী ও নোয়াগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।এতে নোয়াগাও গ্রামের সাথে যুক্ত হয় বাউসা,পাঁচ-আলমশ্রী গ্রামসহ কয়েকটি গ্রামের লোকজন।আলমশ্রী গ্রামের সাথে যুক্ত হয় প্রতিবেশি মাখনা গ্রামের লোকজন।তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে প্রায় আহত হয় অর্ধশত লোক।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান জানান,দাঙ্গা-হাঙ্গামার ঘটনার নিরসনকল্পে নোয়াগাও ও আলমশ্রী গ্রাম থেকে মোট ৯ জনকে আটক করা হয়েছে এ সময় তাদের বাড়িঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।সতর্ক নজরদারি অব্যাহত আছে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।