সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে শিশু ধর্ষণের মামলার আসামি গ্রেপ্তার।

আপডেটঃ ১২:৫৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনার মদনে ১২বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি বকুল মিয়া (৬০) কে মদন থানা পুলিশের সহযোগিতায় তাড়াইল থানায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাব১৪।মামলার সূত্রে জানা যায়,মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাঁছ আলমশ্রী গ্রামের একটি দরিদ্র পরিবারের শিশুটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে।গত ২৯ শে আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১টায় শিশুটির মা-বাবা বাড়িতে না থাকায় মাদ্রাসা থেকে আসার পর নাতনিকে দাদার হাতের কাটা খুলে দেওয়ার জন্য ডেকে নিয়ে নাতনীর মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষণের পর শিশু নাতনীকে ভয় দেখিয়ে বলেন, একথা কারো কাছে বললে প্রাণে মেরে ফেলবো।ঘটনার পর শিশুটির মা বাড়িতে আসার পরে শিশুটি কেঁদে কেঁদে মায়ের কাছে দাদার ঘটনাটি খুলে বলে।পরে গত ২সেপ্টেম্বর দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে বকুলকে আসামি করে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সেই পরিপ্রেক্ষিতে র‍্যাব-১৪–এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মদন থানা পুলিশের সহযোগিতায় আসামির অবস্থান চিহ্নিত করে অভিযান চালায়।গত শনিবার রাতে তাড়াইল থানা এরিয়া থেকে  আসামি বকুল মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব।গ্রেপ্তারকৃত আসামী বকুল মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাঁছ আলমশ্রী গ্রামের বাসিন্দা।

র‍্যাব ১৪ সূত্রে জানা যায়,আসামি বকুল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন।পরে তাঁকে মদন থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হক এ প্রতিনিধিকে বলেন,মোবাইল নাম্বার ট্রেকিং এর মাধ্যম তার অবস্থান চিহ্নিত করা হয়, পরে  র‍্যাব ১৪ সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।আসামিকে নেত্রকোনার জেল হাজতে  প্রেরণ করা হয়েছে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।