মদনে শতাধিক একর কাচাঁ বোরো ধান পানিতে তলিয়ে গেছে।
আপডেটঃ ৪:৪৬ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলায় পাহাড়ি আগাম পানির ডলে তুলিয়ে যাচ্ছে শতাধিক একর জমির কাচাঁ আধা পাকা বোরো ফসল।মদনের হাওরে ও নদী খালে পানি বাড়ছে।
এতে হাওরের নিচু জমিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কৃষকরা দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ছে।
কৃষক ও প্রশাসন দিনরাত মাটি কেটে বাঁধ রক্ষার চেষ্টা করছে।নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড বলছে মৃল হাওর গুলোতে এখনও পানি উঠেনি।
শুধু মাত্র নদী ও খালের মধ্যে অপেক্ষাকৃত নিচু জমিতে পানি ঢুকেছে।
ফতেপুর ইউনিয়নের বিয়াশি গ্রামের কৃষক মাসুম মিয়া এবার ঋণ করে ৮ একর জমি বর্গা নিয়াছেন।
তিনি বললেন, প্রায় সব জমি চোখের সামনে ডুবে গেছে।কিভাবে ঋণ পরিশোধ করব তা ভেবে পাচ্ছিনা।
ফতেপুর ইউনিয়নের নবাগত চেয়ারম্যান সামিউল হায়দার শফি এ প্রতিনিধিকে জানান,আমার ইউনিয়নে যে ফসলি জমিতে পানি ঢুকেছে সেখানে কোন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি।
তবে তাৎক্ষণিকভাবে মদন উপজেলা নির্বাহী অফিসার সহ আমার সহযোগিতায় ৫ হাজার হেক্টর ফসলি জমি ভেরি বাদ দিয়ে রক্ষা করার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমদ এ প্রতিনিধিকে জানান,পাহাড়ি ঢলে আগাম পানি আসায় নিচু ফসলি জমি তলিয়ে যাচ্ছে।
তবে মদনে পানি উন্নয়ন বোর্ডে যে বেরি বাধ হয়েছে তা এখনও সঠিক আছে।নদী নালা খাল বিল থেকে নিচু জমিতে যে পানি ডুকেছে তা রক্ষার জন্য প্রশাসন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রক্ষার চেষ্টা অব্যাহত আছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা