মদনে লগি-বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আপডেটঃ ১১:৪৭ পূর্বাহ্ণ | অক্টোবর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে নেত্রকোণার মদনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আইডিয়াল স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা শাখা এই আলোচনা সভা আয়োজন করে।মদন উপজেলা শাখার আমির মোঃ অলিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নেত্রকোণা জেলা শাখার জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদের শুরা সদস্য মাও.রুহুল আমিন,উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক জাকির হোসেন তাং উজ্জ্বল,পৌর সভাপতি সাইদুর রহমান,জামায়াত নেতা সাজেদুল হক সাজু।
বক্তারা বলেন,২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গণহত্যা চালানো হয় এবং মৃত লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করে নজির স্থাপন করেছে আওয়ামী সন্ত্রাসীরা।গুম,খুন ও নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মূল করতে চেয়েছিল।পরে,২৮ অক্টোবর এবং এর পরবর্তী সময়ে সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে ও সকলের সুস্থতা কামনা করে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
IPCS News : Dhaka: শহীদুল ইসলাম : নেত্রকোনা।