মদনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আপডেটঃ ৩:১৭ অপরাহ্ণ | অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- সারাদেশের ন্যায় নেত্রকোনার মদন উপজেলায় জাতীয়তাবাদী বিএনপি’ যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।২৭ অক্টোবর রবিবার সকালে উপজেলা ও পৌরসভার যুবদলের নেতৃবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন,দুপুরে র্যালি ও আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসটিকে উদযাপন করে।উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
উক্ত সভায় উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেলের সভাপতিত্বে ও পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন।
এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি এইচএম পিপুল পৌর ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান মিটুসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন,গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন রুশানলে পরে কারাবরণ করা নেত্রকোনার ভাটি বাংলার নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি করেন।
শহীদুল ইসলাম
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।