মদনে যথাযোগ্য মর্যাদায় প্রীতি ও শোক দিবস পালিত।
আপডেটঃ ৭:১৪ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।আজ (১৫ আগষ্ট)মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানুর রহমান, খালিয়াজুড়ি সার্কল মো রবিউল ইসলাম মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল সহ সরকারের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এছাড়া ও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মদন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ সর্বস্তরের, নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন পাবলিক হল রুমে ও আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে, মুক্তি যোদ্ধা কার্যালয়ে, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, সাধারণত সম্পাদক আবদুল হান্নান তালুকদার শামীম পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম সাইফসহ বিভিন্ন ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।