সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড কৃর্তক “তানভীনা পারভিন তৃণাকে সংবর্ধনা।

আপডেটঃ ১০:৫২ পূর্বাহ্ণ | আগস্ট ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোণা মদন উপজেলা চানগাঁও ইউনিয়নে মড়ল পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক এটি এম আতাউর রহমান ভূইয়া কনিষ্ঠ সন্তান তানভীনা পারভিন তৃণাকে সংবর্ধনা দেয়া হয়েছে।শনিবার (১২ আগষ্ট) দুপুরে মদন উপজেলা,ও পৌরশাখার মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জানা যায়, ৪১তম বি সিএস – এ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ার তানভীনা পারভিন তৃণাকে সংবর্ধনা দেওয়া হযেছে।মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সোরাফ মঞ্জিল কার্যালয়ে একআনন্দ মূখর পরিবেশে মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ সারোয়ার জাহান ঝুলন।অনুষ্ঠানটিসঞ্চালনায় ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানভীনা পারভিন তৃণা মাতা, মদন উপজেলা পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী, তাজমহল মণি,উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি,মোঃ খোকন মিয়া, পৌর শাখার মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এস এম এমতাছাদ্দিকুর রহমান,আপেল, সহ-সভাপতি  আল-আমিন, সহ- সাংগঠনিক সম্পাদক, রেজাউল আলম খান, অর্থ সম্পাদক মোঃ সোহেল মিয়া, ও বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।