মদনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তি-যোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত।
আপডেটঃ ১২:১৭ অপরাহ্ণ | মার্চ ২২, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা প্রতিনিধিঃ ২১মার্চ সোমবার নেত্রকোনা মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশ উপলক্ষে মদন উপজেলা পাবলিক হল মাঠে এক আলোচনা সভা আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বুলবুল আহমদ।সঞ্চালনায় ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের নেতা রহুল আমিন সাগর।এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন তালুকদার, সাবেক জেলা ডিপুটি কমান্ডার মোঃ আব্দুর রহিম সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ,নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের সভাপতি খাইরুল ইসলাম বাবুল মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুছ।
আরো উপস্থিত ছিলেনউপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হেলাল উদ্দিন সাবেক ডিপুটি কমান্ডার গাজী ফেরদৌস সাবেক ডিপুটি কমান্ডার মোঃ ছদ্দু মিয়া বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম মদন পৌরসভার কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকম খসরু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের আহ্বায়ক মোঃ জাকির হোসেন সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ও গণমাধ্যম কর্মী গন উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম নেত্রকোনা।