সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

আপডেটঃ ৭:০২ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০২৩

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা: নেত্রকোনা মদন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্ধান কমান্ডের কার্যালয়ে এ আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা মাঘান ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার মোহাম্মদ সাদেক মিয়া কাইটাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ  জামাল উদ্দিন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, মদন পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ উজ্জল রহিম তিয়শ্রী ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক সাবেক ইউপি সদস্য মোঃ সোহেল চৌধুরী নায়েকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ বাবুল মিয়া ফতেপুর ইউনিয়নের মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক অপু সহ উপজেলার সংসদ সদন্তের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।