সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়নের কর্মশালা অনুষ্ঠিত।

আপডেটঃ ৮:৫৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা মদনে মাদক দ্রব্যের অপব্যবহার ও রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৮ শে সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় মদন উপজেলা পাবলিক হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস, খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির,বীরমুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন, মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,বীরমুক্তিযোদ্ধা সৈয়দ ফেরদৌস, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি।

আরো উপস্থিত ছিলেন, গোবিন্দ্রশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম মামুন সহ উপজেলার বিভিন্ন স্থরের কর্ম-কর্তা বীর-মুক্তি-যোদ্ধাগন, ও গান-মাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই।সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি অত্যান্ত প্রশংসনীয় উদ্যোগ।

জন-প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধি-দপ্তরসহ সকালের সম্মিলিত ভাবে কাজ করতে হবে।তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রিয়া মুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।