মদনে মগড়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী উদ্ধার।
আপডেটঃ ৩:০২ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২১
নিউজ ডেস্কঃ
নেত্রকোনার মদন উপজেলায় গত মঙ্গলবার দুপুর ১টা বাড়ির পেছনে মগড়া নদীতে সহপাঠীদের নিয়ে গোসল করতে গিয়ে জুঁই আক্তার (১০) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।এ সময় সাথে থাকা সুচি (৮) ঈলা (৭) তিথি (৮) তাদের আত্ম চিৎকারে পাশের মানুষ অনেক খোঁজা খোঁজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিস খবর দিলে সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল এনে উদ্ধারে চেষ্টা করেন।দীর্ঘ ২১ ঘন্টা পর বুধবার সকাল ১০ নেত্রকোনার ফায়ার সার্ভিস এর উপসহকারী পরিচালক মোঃ মামুন এর নেতৃত্বে কিশোরগন্জ থেকে আসা ডুবুরি দল আনোয়ার ও জামাল নদীতে ডুব দিয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে জুঁই আক্তারের লাস উদ্ধার করে।নিহত শিক্ষার্থী মদন ইউনিয়নে পরশখিলা কুমারী কোনা গ্রামের রতন মিয়ার মেয়ে।সে পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
মদন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম এ প্রতিনিধি জানান,মৃত শিক্ষার্থী পরিবারের কোন অভিযোগ না থাকায় লাসটি পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা প্রতিনিধি।