সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে ভোরের কাগজের প্রকাশসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানব-বন্ধন

আপডেটঃ ৮:১৪ অপরাহ্ণ | মে ২৯, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- রবিবার (২৯ মে) দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত সহ ৫ জন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় মানহানি মামলা দায়ের প্রতিবাদে মদন প্রেসক্লাব এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।ভোরের কাগজ মদন প্রতিনিধি পরিতোষ দাসের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাভাপতি আল মাহবোব আলম, ভোরের কাগজ নেত্রকোনা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মীর মনিরুজ্জামান, জোবাইদা রহমান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোখলেছুর রহমান, ভোরের কাগজ কেন্দুয়া উপজেলা প্রতিনিধি বিজয় রজক, দৈনিক প্রথম ভোর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম ,প্রেসক্লাব সাবেক সভাপতি আল আমীন তালুকদার,মদন যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, আদম্য বাংলার বার্তা সম্পাদক আয়নাল হক।

বাংলা এফ এম রেডিও প্রতিনিধি নূরুল হক রুনু, মানবকন্ঠ কেন্দুয়া প্রতিনিধি রুকন উদ্দিন, কালের কন্ঠের মদন প্রতিনিধি ফয়েজ আহম্মেদ হৃদয়, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নূরুল আলম কামাল, যায়যায় দিন প্রতিনিধি আল আমিন তালুকদার, প্রতিদিনের সংবাদের কেন্দুয়া প্রতিনিধি হুমায়ুন কবির সহ বিভিন্ন ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত একজন মাদক কারবারী হয়ে কিভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করার সাহস পায়।এটা শুধু একটি মিথ্যা মামলাই নয় একটি পুরো সাংবাদিক সমাজকে তাদের স্বাধীন মত প্রকাশের বাঁধা প্রদানের হুমকি।

তাই অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।