মদনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আপডেটঃ ২:৪২ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোনার মদন উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা পাবলিক হলে এই মতবিনিময় সভা হয়।মত বিনিময় সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ এর সঞ্চালনায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা মো.শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।অন্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)এটি,এম,আরিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল,মদন থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার প্রমুখ।
এ সময় মতবিনিময় সভায় ভোটগ্রহন কর্মকর্তা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ নির্বাচনী বিষয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।