সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে বিষ প্রয়োগে দেশীয় মাছ নিধন।

আপডেটঃ ১০:৪০ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের গণেশ হাওর বাইদ নামক স্থানে বিষ প্রয়োগের মাধ্যমে ছোট বড় দেশীয় মাছ নিধনের অভিযোগ পাওয়া যায়।স্থানীয় সূত্রে জানা যায়,এলাকাবাসী মাদ্রাসা উন্নয়নের সার্থে গণেশ হাওর বাইদ নামক খালটি কয়েকজন মিলে মাছের জন্য ইজারা নেই।গত বুধবার ইজারাদারেরা মাছ বিক্রয়ের উদ্দেশ্যে মেশিন বসিয়ে মাছ ধরের চেষ্টা করছে।অভিযোগকারী লিটন মিয়ার জানান, আমার ডোবাটি বিলের কাছে হওয়ায় ইজারাদাররা আমার ডোবা ইজারা নিতে চেয়েছিল।তাদের কাছে ইজারা না দেওয়ায় জুয়েল মিয়া (৫০) ও আজিদ মিয়া (৪২) রাতে আঁধারে ডোবায় বিষ প্রয়োগ করে।এতে করে আমার ডোবা মাছ মরে শুন্য হয়ে গেছে।আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।আমি এর সঠিক বিচার চাই।ইজাদারদের একজন জুয়েল মিয়া জানান, আমরা এই বিষ প্রয়োগের ব্যাপারে কিছু জানিনা।

উপজেলা মৎস্য কর্মকর্তা এ মোঃ কামরুল হাসান এ প্রতিনিধিকে জানান, বিষয়টি আমার জানা নেই।সরজমিনে আমাদের টিম পাঠানো হবে।মদন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, এ প্রতিনিধিকে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।