সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদনে বিদ্যুৎপৃষ্ঠে যুবক নিহত।

আপডেটঃ ৭:০২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী দক্ষিণপাড়া পাড়া গ্রামের (১২ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে দিকে চয়ন মিয়া (৩০) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত চয়ন মিয়া বালালি দক্ষিণ পাড়া গ্রামের পল্লী চিকিৎসক সেলিম মিয়ার ছেলে।নিহত চয়ন এর মামা, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মজিবর মাস্টার এ প্রতিনিধিকে জানান, চয়ন বাড়ির সামনে  মাছের ফিসারিতে গোসল করতে গিয়েছিল ,জল মটরের বিদ্যুৎ লাইন চিড়ে পুকুরে পড়ে থাকায় এ দুর্ঘটনাটি ঘটে।এ বিষয়ে জানতে চাইলে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম জানান, নিয়ত চয়নের লাশ সুরতহাল করা হবে।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।